প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
স্বপন ফকিরকে গ্রীন সিগন্যাল দিয়েছেন তারেক রহমান ... হাসান জারিফ তুহিন

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের উদ্যোগে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে মধুপুর অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা কৃষকদল আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।
প্রধান অতিথি হাসান জাফির তুহিন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধুপুর-ধনবাড়ী অভিভাবকের দায়িত্ব দিয়েছেন আপনাদের নেতা ফকির মাহবুব আনাম স্বপনকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতে গোনা যে কয়জনের মনোনয়নের নিশ্চয়তা রয়েছে তার মধ্যে স্বপন ফকির একজন। তাকে তারেক রহমান গ্রীন সিগন্যাল দিয়ে দিয়েছেন। আপনারা এখন সম্মিলিতভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করে বিপুল ভোটে স্বপন ভাইকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। যত বেশি ভোট দেবেন তত বেশি কল্যাণ ও সেবা করার দায়িত্ব পাবেন তিনি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, জেলা কৃষক দলের সদস্য সচিব মো:শামীমুর রহমান খান (ভিপি শামীম), মধুপুর উপজেলার বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বিএনপি'র সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার প্রমূখ।
সকলের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের মাধ্যমে মধুপুর উপজেলা কৃষক দলের সভাপতি হিসাবে নির্বাচিত হয় মো: আরশেদ আলী ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পান আবু সাইদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com